ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল: পরিকল্পনামন্ত্রী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৯, ৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে এখন বিদ্যুৎ ঘাটতি নেই। সকল খাতেই বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল।    

আজ শেরে বাংলা নগর পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে রেমিটেন্স প্রবাহ ১৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে। সব খাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখলে বাংলাদেশ অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে।

২০৩০ সালে দেশে দারিদ্র্য থাকবে না উল্লেখ করে আ হ ম মুস্তফা কামাল বলেন, ভ্যাট আইন বাস্তবায়ন করা গেলে রেভিনিউ কালেকশন কলেবর বাড়তো। গত ১০ বছরে কর্মসংস্থান বেড়েছে, সামনে আরো বাড়বে। ১শ’টি স্পেশাল ইকনোমিক জোন বাস্তবায়নের মাধ্যমে আমাদের কর্মসংস্থান অত্যন্ত গতিশীল হবে, বিদেশি কর্মসংস্থান ব্যাপক হারে চলমান রয়েছে।

তিনি বলেন, পাশাপাশি আমাদের সেবা খাত অনেক বিকশিত, এই সেবা খাত বা আইসিটি খাতের মাধ্যমে আরো অনেক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। আগামীতে এটি পূর্ণমাত্রায় বিকশিত হয়ে আরো বেশি গতিশীল হবে- যার মাধ্যমে অর্থনীতি আরো বেশি বেগবান হবে।

এডিপি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, চলতি অর্থবছরে গত পাঁচ মাসে সর্বকালের সর্ববৃহৎ এডিপি বাস্তবায়িত হয়েছে। আমরা এ বছর এডিপি পূর্ণমাত্রায় বাস্তবায়নে সার্থক হবো। ফলে জিডিপি ৮ দশমিক ২৫ শতাংশ থেকে ৮ দশমিক ৩০ হবে। ২০২১ সালের মধ্যে প্রবৃদ্ধি ১০ শতাংশ হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী ৩ বছরের মধ্যে প্রবৃদ্ধি অর্জিত হবে ১০ ভাগের কাছাকাছি। আমরা যদি ১০ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে পারি তাহলে উন্নয়নের হাত ধরে আমাদের দারিদ্রের হার অনেক কমে যাবে, শিক্ষার আরো উন্নতি হবে, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।

এসি  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি